×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৪
  • ৪২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যারিষ্টার মওদুদ আহমদের বিরুদ্ধে মামলা চলবে

নিউজ ডেস্ক:- সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের আনা আবেদন খারিজের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
এই আদেশের ফলে মওদুদের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলাটি চলমান থাকবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মওদুদের আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ আজ এ আদেশ দেয়।
আদালতে মওদুদের পক্ষে ব্যারিষ্টার রোকন উদ্দিন মাহমুদ শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন এডভোকেট খুরশিদ আলম খান।
এর আগে গত ৮ এপ্রিল একটি হাইকোর্ট বেঞ্চ মওদুদের আবেদন খারিজ করে দেয়। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন মওদুদ আহমদ।
জ্ঞাত আয় বহির্ভূত ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করে দুদক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat