×
ব্রেকিং নিউজ :
গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত অবস্থান নিতে হবে : তথ্য উপদেষ্টা বার কাউন্সিল এডহক কমিটি বাতিল করে নির্বাচনের দাবি ই-পারিবারিক আদালত নারী ও শিশুর জন্য সবচেয়ে বেশি সহায়ক: পরিবেশ উপদেষ্টা সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ বাণিজ্য উপদেষ্টার সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক জামায়াতের কাছে আসন চাওয়ার খবর ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: ইসলামী আন্দোলন ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সকে সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার এনআইডি সংশোধন ও ভোটার এলাকা স্থানান্তর সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত দেশের সব সংস্কার আইনের মাধ্যমেই হয়েছে : আইন উপদেষ্টা টানা ৩ দিন হেঁটে চীনা মানবাকৃতির রোবটের বিশ্বরেকর্ড
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৫
  • ৪২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সালমানকে বিয়ের প্রস্তাব দিলেন ক্যাটরিনা কাইফ!(ভিডিও)

বিনোদন ডেস্ক:- রুপালি পর্দায় সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফের রসায়ন অগণিত মানুষের মন জয় করেছে। তাঁদের সিনেমা মানেই সুপারহিট। পর্দার বাইরেও এ যুগলের রসায়ন চমৎকার। খান পরিবারে অবাধ যাতায়াত ক্যাটরিনার। একসময় প্রেম ছিল বলে বলিউডে চাউর, এখনো গভীর বন্ধুত্ব তাঁদের। ভক্তরা তো হামেশাই এ যুগলকে বিয়ে করতে অনুরোধ জানান।

আর এবার বলিউডের সবচেয়ে যোগ্য ব্যাচেলর সালমান খানকে বিয়ের প্রস্তাব দিলেন আবেদনময়ী ক্যাটরিনা কাইফ!

হ্যাঁ, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রেস্তোরাঁয় বসে সালমানকে ক্যাটরিনা সরাসরি প্রস্তাব দিয়ে বলছেন, ‘বিয়ের বয়স তো আমার পার হয়ে যাচ্ছে; তো, কবে বিয়ে করবে?’

আসন্ন ‘ভারত’ সিনেমার শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এবারের ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি। চলতি বছরে বহুল প্রতীক্ষিত ছবি এটি। ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর এই ছবিতে জুটি বেঁধেছেন সালমান-ক্যাটরিনা।

ছবির পরিচালক আলি আব্বাস জাফর ওই ভিডিওটি অনলাইনে শেয়ার করেছেন, যেখানে সালমানকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ক্যাটরিনা। কেউ যদি ভেবে থাকেন বাস্তব জীবনের জন্যই এ প্রস্তাব, তবে তা ভুল হবে। ‘ভারত’ নির্মাতা আলি আব্বাস জাফর ওই ভিডিওটি শেয়ার দিয়ে শিরোনাম দিয়েছেন ‘দি প্রপোজাল’। ভিডিওটি সিনেমার অংশ।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি রেস্তোরাঁর বাইরে বসে আছেন সালমান ও ক্যাটরিনা। সালমানকে ক্যাট বলছেন, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। আর তাঁকে পছন্দও করেন তিনি। সালমান কিছুটা বিস্মিত হয়ে বলেন, ‘জি, ম্যাডাম স্যার।’ তখন ক্যাটরিনা সালমানকে জিজ্ঞেস করেন, ‘তো বিয়ে কবে করবে?’ ক্যাটরিনার প্রস্তাব শুনে সালমান কেশে ওঠেন, গলায় তাঁর খাবার আটকে যায়! এরপর ‘আথেয়া’ গানটি শোনা যায়।

ব্লকবাস্টার সিনেমা ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর ফের আলি আব্বাস জাফরের সঙ্গে কাজ করলেন সালমান খান। সিনেমাটি দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা।

‘ভারত’-এ সালমান-ক্যাটরিনা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দিশা পাটানি, টাবু, নোরা ফাতেহি, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফসহ অন্যদের। ৫ জুন মুক্তি পাবে এ ছবি। সূত্র : ডিএনএ, হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat