নিউজ ডেস্ক:-বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন আজ রাজধানীর ধানমন্ডিতে এক ইফতার মাহফিলের আয়োজন করে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এই ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন।
রাজধানীর ধানমন্ডি এলাকায় জিনজিয়ান রেস্টুরেন্টে আয়োজিত ওই মাহফিলে প্রধান বিচারপতির সহধর্মিনী সামিনা খালেক, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো. হেলাল চৌধুরী, মহাসচিব বিকাশ কুমার সাহাসহ জুডিসিয়াল সার্ভিসের সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী ইফতার মাহফিলে আগতদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।