×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৬-০৫
  • ৪৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সারাদেশে ঈদ জামাত অনুষ্ঠিত : দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত

নিউজ ডেস্ক:- দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে আজ সারাদেশে ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বাসস’র জেলা সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদনে এ কথা জানানো হয়।
কুষ্টিয় থেকে বাসস’র জেলা প্রতিনিধি জানিয়েছেন, আজ সকালে অঝর ধারায় বৃষ্টিপাতের মধ্যেও কুষ্টিয়ার ২ শতাধিক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
জেলা সদরের ডিসি কোর্ট প্রঙ্গণস্থ কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে কুষ্টিয়ার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করেন।
খুৎবা পাঠ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাসস’র শরীয়তপুর সংবাদদাতা জানান, বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে এ জেলার ২ শতাধিক স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বুধবার সকাল ৮টায় এ জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর-১ আসনের এমপি ইকবাল হোসেন অপু, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়ালসহ জেলার সরকারী বেসরকারী উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যাক্তিত্ব ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের প্রধান জামাতে অংশ নেন।
নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও ঈদ উপলক্ষে জেলার বিভিন্ন এতিমখানা, জেলখানা ও দুস্থদের মাঝে বিশেষ খাবার পরিবেশন করা হয়।
বরিশাল থেকে বাসস’র সংবাদদাতা জানান, বরিশাল মহানগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ সকাল ৮টায় ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমসহ বর্তমান ও সাবেক সংসদ সদস্যবৃন্দ, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রধান জামাতে অংশ গ্রহণ করেন।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat