×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৩
  • ৪৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরে ওয়াটার সাপ্লাই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিউজ ডেস্ক:-জেলায় সুপেয় ও বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে অত্যাধুনিক একটি পানির ট্যাংক নির্মাণ করা হচ্ছে। বুধবার বিকেলে পৌরসভার বাঞ্চানগর এলাকায় পানির ট্যাংক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ প্রকল্প বাস্তবায়নের মধ্যদিয়ে পৌরবাসীর দীর্ঘদিনের পানি সংকট নিরসন হতে যাচ্ছে।
লক্ষ্মীপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী শামছুল আলম  বলেন, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর পৌরসভায় পানি সরবরাহের জন্য এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সরকার, এডিবি এবং ওএফআইডি’র যৌথ অর্থায়নে ২৬ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে এলজিইডি, ডিপিএইচই এবং লক্ষ্মীপুর পৌরসভা। আগামী ১৬ মাস অর্থাৎ ২০২০ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে।
তিনি আরো বলেন, এ প্রকল্পে রয়েছে, পানি পরিশোধনের জন্য ১টি আয়রন ট্রিটমেন্ট প্লান্ট, ৭টি প্রোডাকশন টিউবওয়েল, ৩৩ কিলোমিটার পাইপ লাইন, ৫০টি গভীর নলকূপ, ৪ হাজারটি পানির মিটার এবং ১টি ওভারহেড ট্যাংক। যার ধারণ ক্ষমতা থাকবে ১ লাখ ৫০ হাজার গ্যালন পানি।
বিকেলে পৌর শহরের বাঞ্চানগর এলাকায় পৌরসভা কার্যালয়ের উদ্যোগে ওয়াটার সাপ্লাই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। পরে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পৌরসভার মেয়র আবু তাহের।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্উদ্দিন টিপু, লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ কে এম রশিদ আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্ল্যাহ, পৌর নির্বাহী প্রকৌশলী আবুল বাসার প্রমুখ।
এ নিয়ে ৪র্থ তম ওয়াটার সাপ্লাই প্রকল্প নির্মিত হচ্ছে লক্ষ্মীপুর পৌরসভায়। এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ২০ হাজার মানুষ সুপেয় ও বিশুদ্ধ পানির সুবিধা ভোগ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat