×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৫
  • ৪৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : মোহাম্মদ নাসিম

নিউজ ডেস্ক:-  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সন্ত্রাস-জঙ্গীবাদ নির্মুলে শেখ হাসিনা সরকার সাফল্য অর্জন করছে। কিন্তু একটি কুচক্রীমহল সব সময় ষড়যন্ত্র করছে। যুবলীগকে এ সকল ষড়যন্ত্র প্রতিহত করতে সাহসী ভুমিকা পালন করতে হবে।’
মোহাম্মদ নাসিম আজ সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। আগুন সন্ত্রাসীদের দেশের মানুষ প্রত্যাখান করেছে, আগামীতেও করবে। আগামীতে আবারো শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এ জন্য যুবলীগকে দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে কাজ করতে হবে।
মোহাম্মদ নাসিম দলে যাদের অবদান রয়েছে, এমন সৎ ও দক্ষ কর্মীকে যুবলীগ নেতা নির্বাচিত করতে কাউন্সিলরদের আহবান জানান।
আলোচনা সভায় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের কর্ণধার শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সমুদ্র জয়ের কারণে বাংলাদেশের আয়তন এখন ২ লক্ষাধিক বর্গকিলোমিটার হয়েছে। ছিটমহলও এখন বাংলাদেশে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগকেই সব সময় অগ্রণী ভুমিকা পালন করতে হবে।’
জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চিনুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আব্দুল লতিফ বিশ^াস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি। সম্মেলনে কেন্দ্রীয় যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat