×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৬-২১
  • ৪৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অনুমোদিত নকশা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও গ্যারেজ ছাড়া ভবন নির্মাণ করতে দেওয়া হবে না : গৃহায়নমন্ত্রী

নিউজ ডেস্ক:-গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, অনুমোদিত নকশা এবং বিল্ডিং কোড অনুয়ায়ি ফাঁকা জায়গা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও গ্যারেজ ছাড়া কোন ভবন নির্মাণ করতে দেওয়া হবে না।
তিনি আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে ডিআরইউ আয়োজিত ‘মিট দ্যা রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
রাজধানীর নিমতলী,চূড়িহাট্টা ও বনানীর এফআর টাওয়ারের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার উল্লেখ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, ঢাকা মহানগরীতে এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে এবং সাধারণ মানুষের জীবন যেন বিপন্ন না হয় সেজন্য দুর্নীতি ও অনিয়মকে কোনভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।
তিনি বলেন,‘কংক্রিটের জঞ্জাল শহর নয়, সবার সহায়তায় আমরা সারা বাংলাদেশে পরিবেশবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তুলতে চাই।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির অত্যান্ত জনপ্রিয় ‘মিট দ্যা রিপোর্টার্স’ অনুষ্ঠানে শ ম রেজাউল করিম খোলামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এ সময় মন্ত্রী উল্লেখ করেন,পূর্বাচল ও উত্তরার মতো জায়গাতেও রাজউকের নকশার বাইরে ন্যুনতম কোন কাজ করতে দেওয়া হবে না।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিয়েছি বনানীর এফ আর টাওয়ারের তদন্ত আলোর মুখ দেখবে, আমি আনন্দিত, তদন্ত রিপোর্ট সাংবাদিকদের সামনে আমি নিয়ে এসেছি এবং ৬২জন কর্মকর্তাকে অভিযুক্ত করে রিপোর্ট দেয়া সম্ভব হয়েছে।’
তিনি বলেন, ‘আমার জানামতে বাংলাদেশের গত আটচল্লি¬শ বছরের ইতিহাসে এমন কোনো রেকর্ড নাই যে, নিজ সংস্থার ৬২ জনকে দায়ী করে মন্ত্রী প্রেস ব্রিফ্রিং করে সবার হাতে রিপোর্ট তুলে দেন। দুর্নীতির ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতির প্রশ্নে ৬২জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজউককে আমরা লিখিত নির্দেশ দিয়েছি।’
শ ম রেজাউল করিম বলেন, ‘রাজধানীর বিভিন্ন এলাকায় রাজউক’র ২৪টি পরিদর্শন দল বহুতল ভবন পরিদর্শন করে ১৮১৮টি ভবনে অনিয়ম পেয়েছে। এসব ভবন মালিকরা অনেকেই রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রভাবশালী। তাদের ব্যাপারে রিপোর্ট করা হবে, এটা অনেকেই ভাবেন নি। আমি রিপোর্ট সংগ্রহ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রাজউককে নির্দেশ দিয়েছি।’
তিনি বলেন,‘রাষ্ট্রের সংবিধান একেক জনের জন্য একেকটি আইন হবে এ সুযোগ দেয়নি, আইনের সমব্যবস্থা সকলের জন্য এক । তাই একটি বাড়িকেও আমরা আইনের বাইরে রাখতে চাইনা।’
মন্ত্রী যে কোন অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনেরও আহবান জানান।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিটির সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat