×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৬
  • ৪৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শারীরিক প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় রাষ্ট্রপতির আহ্বান

নিউজ ডেস্ক:-রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মানবাধিকার সংক্রান্ত বিষয়, বিশেষ করে শারীরিক প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় বিশেষ নজর দেয়ার জন্য জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ বিকেলে বঙ্গভবনে এনএইচআরসি’র একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির কাছে সংস্থার বার্ষিক রিপোর্ট-২০১৮ পেশ করতে গেলে তিনি বলেন, ‘মানবাধিকার বিষয়ের সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজিএস) প্রায় সকল দিক জড়িত। টেকসই উন্নয়ন অর্জনে জীবনের সর্বস্তরে আমাদেরকে মানবাধিকার নিশ্চিত করতে হবে।’
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, বার্ষিক রিপোর্টের বিভিন্ন দিকসহ মানবাধিকার কমিশনের সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে বিভিন্ন মানবাধিকার সংক্রান্ত বিষয় গণসচেতনতা সৃষ্টিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
রাজধানীতে কমিশনের একটি স্থায়ী ভবন নির্মাণে এনএইচআরসি চেয়ারম্যান রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি দৈর্যের সঙ্গে এনএইচআরসি’র প্রতিনিধিদলের সদস্যদের বক্তব্য শোনেন এবং কমিশনের কর্মকান্ড সুষ্ঠুভাবে পরিচালনায় প্রয়োজনীয় সকল ধরনের সমর্থনের আশ্বাস দেন। তিনি এনএইচআরসি’র কর্মকান্ড পরিচালনায় প্রয়োজনীয় সকল সহায়তারও আশ্বাস দেন।
এনএইচআরসি’র চেয়ারম্যান কাজী রেজাউল হক ৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন মো. নজরুল ইসলাম, বেগম নুরুন্নাহার উসমানী, এনামুল হক চৌধুরী ও অধ্যাপক আকতার হোসেন।
এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat