নিউজ ডেস্ক:-বরগুনার রিফাত হত্যাসহ দেশের অন্যান্য সকল হত্যাকাণ্ডের বিচার এবং গুম ও খুন বন্ধের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য সংগঠন।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ডা. এম. এ সামাদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য কমরেড আবু মাসুম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির আহ্বায়ক কমরেড ডা. শামছুল আলম প্রমুখ।