×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৭-০৮
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের সমস্যা সমাধানে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে

নিউজ ডেস্ক:-হজযাত্রীদের যেকোন সমস্যা সমাধানে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন হজক্যাম্পের পরিচালক মো. সাইফুল ইসলাম।
আজ আশকোনা হজক্যাম্পের নিজ কার্যালয়ে হজ ফ্লাইট ও হজযাত্রীদের সুবিধা-অসুবিধা নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশী হজযাত্রীদের সংকট ও সমাধানে বর্তমান সরকার আন্তরিক।এ বছর হজ্ব যাত্রীদের সমস্যা নেই বললেই চলে। আগতদের কেউ ক্যাম্পে অবস্থানের সময়ে কোন সংকটে পড়লে দ্রুত তা সমাধানে ব্যবস্থা নেয়া হচ্ছে। কিছু সংখ্যক হজে গমনেচ্ছু ব্যক্তির ভিসা সংক্রান্ত জটিলতা হয়েছে। এর বিষয়ে এজেন্সি বা মন্ত্রণালয়ের সম্পৃক্ততা নেই বলেও উল্লেখ করেন তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসেন তসলিমসহ হজক্যাম্পের বিভিন্ন স্তরের কর্মকর্তারা সাথে ছিলেন।
হাবের সভাপতি জানান, এ পর্যন্ত সর্বমোট ১৭ হাজার ৯৬৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৩৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৪ হাজার ৬৩০ জন।
তিনি বলেন, হজযাত্রীদের খেদমতে হজ অফিস,মন্ত্রণালয়, হাব ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাজ করে যাচ্ছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়, আশকোনা হজক্যাম্প ও বিমান এয়ারলাইন্স সুত্রে জানা যায়,চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। গত ৪ জুলাই থেকে চলতি মৌসুমে পবিত্র হজ ফ্লাইট শুরু হয়ে শেষ হবে ৫ আগস্ট। ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat