নিউজ ডেস্ক:- জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুশেমা বেগমের মত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
রুশেমা বেগম মঙ্গলবার দিবাগত রাতে ফরিদপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
উল্লেখ্য, রুশেমা বেগম ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমামউদ্দিন আহমাদের সহধর্মিণী। তিনি একাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সদস্য ছিলেন।
এক শোকবার্তায় স্পিকার বলেন, রুশেমা বেগম ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবী ও নির্লোভ রাজনীতিবিদ। তাঁর মৃত্যুতে ফরিদপুরবাসী একজন অভিভাবককে হারালো। তিনি শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
এছাড়াও রুশেমা বেগমের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।