×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৩
  • ৪৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেবহাটায় ভুমিহীনের জমি দখলের চেষ্টায় ঘরে আগুন দিয়েছে সন্ত্রাসীরা

মোঃ সদরুল কাদির (শাওন), সাতক্ষীরা জেলা প্রতিনিধি:: সাতক্ষীরার দেবহাটার ভুমিহীন জনপদ নোড়ারচকে ফারুক হোসেন (৩২) নামের এক ভুমিহীন পরিবারের বসত ঘর আগুনে পুড়িয়ে অস্ত্রের মহড়া দিয়ে ভোগদখলীয় সরকারী খাস জমি দখলের চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা।
শনিবার বেলা ১২টার দিকে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র হাতে মহড়া দিয়ে ভুমিহীন জনপদ নোড়ারচকের ৬শত বিঘার বাসিন্দা মোকসেদ গাজীর ছেলে ভুমিহীন ফারুকের বাড়ীতে হামলা সহ তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারপিট চালিয়ে প্রকাশ্যে তাদের বসত ঘরে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দিয়ে জমি দখলের চেষ্টা চালায়। এঘটনার প্রায় মাস খানেক আগেই পারুলিয়ার একদল ভুমিদস্যু ভুমিহীন ফারুকের পরিবারকে বসত ভিটা থেকে উচ্ছেদ করে গোটা জমিটি দখল করে নেয়। পরে মোটা টাকার বিনিময়ে আবারো শেষ সম্বল বসত ভিটা সহ জমিটুকু ফেরত পায় ফারুকের পরিবার। 
এঘটনার রেশ কাটতে না কাটতে আবারো ভুমিহীন জনপদে প্রকাশ্যে হামলা চালিয়ে ঘরে আগুন দিয়ে জমি দখলের চেষ্টার ঘটনায় অনেকটা থমথমে পরিস্থিতি ও আতঙ্ক বিরাজ করছে ভুমিহীন জনপদে। 
ভুক্তভোগী ভুমিহীন ফারুকের স্ত্রী হালমা খাতুন জানান, শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে তার স্বামী বাড়ীতে না থাকাকালীন ৮/১০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত তাদের বাড়ীতে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে মারপিট সহ বসত ঘরটিতে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয়। ঘরটিতে আগুন জ্বলতে দেখে দুর থেকে ভুমিহীনরা ছুটে আসতে থাকলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ভুমিহীনরা দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনলেও ততোক্ষনে পুড়ে ছাই হয়ে যায় বসত ঘরের চাল সহ যাবতীয় আসবাবপত্র।
এব্যাপারে সেরাজ্যের দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, এঘটনায় ভুক্তভোগী পরিবার এখনও থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat