নিউজ ডেস্ক:- সাতক্ষীরার কলারোয়ায় ট্রাকের ধাক্কায় কমলা রানী হালদার (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের কলারোয়া সদরের ঝিকরা হরিতলা পূজা মণ্ডপের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত কমলা রানী কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের মৃত নিতাই হালদারের স্ত্রী। তিনি কলারোয়া মাছ বাজারে কাজ করতেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের ন্যায় কমলা রানী সকালে বাড়ি থেকে কলারোয়া মাছ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কলারোয়া পৌর সদরের ঝিকরা হরিতলা পূজা মণ্ডপের সামনে পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা পাথরভর্তি একটি ট্রাক সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পরিবহনকে ওভারটেকিং করতে গিয়ে পুকুর ধারে উল্টে যায়। এ সময় ট্রাকের ধাক্কায় কমলা রানী ঘটনাস্থলেই মারা যান।কলারোয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল-গীয়াস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।