ফজলুল হক, পাবনা জেলা প্রতিনিধি:পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়ন পরিষদ বাংলা বাজার অস্থায়ী কার্যালয় গতকাল বিকাল ২ টায় সরাসরি কৃষকের নিকট হতে লটারীর মাধ্যমে বোরো ধান সংগ্রহ অভিযান-২০১৯ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বেগম শামসুন নাহার, সদর উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান মোঃ শাওয়াল বিশ^াস, সদর উপজেলা কৃষি অফিসার এ.এ মাসুম বিল্লাহ্ , সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: আলাউল কবির, ও দোগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলী হাসান, ইউনিয়ন পরিষদের সচিব মো: মহিদুজ্জামান। উক্ত বোরো ধান সংগ্রহ অভিযানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জয়নাল আবেদিন। দোগাছী ইউনিয়ন পরিষদের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, খন্দকার নাজমুল ইসলাম, মো: হাফিজুর রহমান। ধান সংগ্রহ অভিযানে ১ মন ধান ১ হাজার ৪০ টাকা দরে ২৩৫ জন কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলা বাজার কমিটির সভাপতি মোঃ রফিক শেখ, সেক্রেটারী আব্দুল মতিন, জাকির হোসেন একাডেমির প্রধান শিক্ষক, আব্দুল মতিন মালিথা, নুর আলী মোল্লা, আওকাত হোসেন, দোগাছী ইউপি সদস্য রাশিদা বেগম, শিল্পী খাতুন, ববি, জহুরুল ইসলাম, আব্দুল আলিম। ১৪-০৭-১৯ ইং তারিখ থেকে পাবনা জেলা প্রশাসক মহাদয় জনাব কবির মাহমুদ এর নিদের্শনায় সদর উপজেলার নির্বাহী অফিসার মো: জয়নাল আবেদিন সদর উপজেলা বিভিন্ন জায়গায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সহযোগিতায় কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করছেন। এ ধান সংগ্রহ চলমান রয়েছে।