×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৬
  • ৪১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাবেক সাংসদ হ্যাপি বড়ালের মেয়েকে বাসায় ঢুকে ফের ছুরিকাঘাত

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য হ্যাপি বড়ালের মেয়ে ও পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পালের স্ত্রী অদিতি বড়ালকে (২৭) বাসায় ঢুকে আবারও ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত।গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সরকারি বাসভবনে এ হামলার ঘটনা ঘটে। এ নিয়ে মোট চারবার হামলার শিকার হলেন অদিতি।অদিতির বাবা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কালীদাস বড়াল বাগেরহাটের চিতলমারী উপজেলায় ২০০০ সালে দুর্বৃত্তদের হাতে খুন হন।গতকাল দুপুরে হামলাকারী অদিতির পেটের বাম পাশে আঘাত করে। তাঁর ক্ষতস্থানে তিনটি সেলাই দেওয়া হয়েছে বলে জানান অদিতির স্বামী রামানন্দ। আঘাত গুরুতর না হওয়ায় তাঁকে পিরোজপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নেওয়া হয়েছে।রামানন্দ পালের বাসভবনের পাশে জেলা প্রশাসক, জেলা জজ কোর্ট ও পুলিশ সুপারের কার্যালয় থাকায় এ ঘটনাটি পিরোজপুরের সাধারণ মানুষের মধ্যে রহস্যের জন্ম দিয়েছে।অদিতির স্বামী রামানন্দ পাল জানান, গতকাল দুপুরে অফিসের পিওন কামাল পরিচয় দিয়ে দরজায় কড়া নাড়েন এক যুবক। এরপর দরজা খোলার সঙ্গে সঙ্গে তিনি অদিতিকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। এ সময় অদিতির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে রামানন্দকে ফোন করেন। পরে তিনি অদিতিকে হাসপাতালে নিয়ে যান।ঘটনার পরই অদিতিকে দেখতে হাসপাতালে ছুটে যান জেলা প্রাশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ও পুলিশ সুপার (এসপি) হায়াতুল ইসলাম খান।অদিতি বড়ালের উপর এ হামলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এসপি হায়াতুল ইসলাম খান।গত বছর ৮ নভেম্বরেও একই বাসায় ঢুকে অদিতি বড়ালের পেটে ছুরিকাঘাত করেছিল এক দুর্বৃত্ত। ওই সময় আহত হয়েছিলেন অদিতির বাসার গৃহকর্মী বন্যা আক্তারও। ওই সময় এক যুবক একই কায়দায় নিজেকে রামানন্দ পালের অফিসের লোক পরিচয় দিয়ে বাসায় ঢুকে অদিতির পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।এর আগে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর বাগেরহাট সদরের আমলাপাড়া স্কুলের গেটের সামনে অদিতি বড়ালের পেটে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ ছাড়া বরগুনাতেও একইভাবে হামলার শিকার হয়েছিলেন অদিতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat