×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৭
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের সাবেক কোচ ভারতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহী

সদ্য সমাপ্ত বিশ্বকাপের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে  স্পিন কোচের দায়িত্ব থেকে অব্যাহতি পান। ভারতীয় দলের সাবেক স্পিনার সুনীল যোশি এবার নিজ দেশের কোচের দায়িত্ব নিতে চান। তাই স্পিন বোলিং কোচের জন্য আবেদনও করেছেন তিনি। 

যোশি মনে করেন, ভারতীয় দলের জন্য দরকার একজন বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ । আর সে কারণেই তিনি ভারতীয় জাতীয় দলের বোলিং কোচের জন্য আবেদন করেছেন।

যোশি ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে বলেন, ‘বাংলাদেশ দলের সঙ্গে আড়াই বছর সাফল্যের সঙ্গে কাটানোর পর আমি এখন নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি। ভারতীয় দলে কোনো বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ নেই অনেকদিন। আশা করছি সে কারণে আমার অভিজ্ঞতা কাজে লাগাতে পারে।’

বিশ্বকাপের পরই রবি শাস্ত্রীর সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল ভারতীয় বোর্ডের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে নতুন কোচ নেওয়া সম্ভব নয় বলে তাদের চুক্তি দুই মাস বাড়ানো হয়। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতের হারের পর অনেক দিক নিয়েই প্রশ্ন উঠেছে। অনিল কুম্বলে কোচ থাকাকালীন তিনিই ভারতের স্পিন বোলিংয়ের দায়িত্ব সামলে দিতেন। কিন্তু এরপর থেকে আলাদা করে কোনো স্পিন বোলিং কোচ রাখা হয়নি ভারতীয় জাতীয় দলে।

এ ব্যাপারে যোশি আরো বলেন, ‘বেশিরভাগ জাতীয় দলেই বিশেষজ্ঞ  কোচিং স্টাফ থাকে। সেটা পেস বোলিং কোচ হোক বা স্পিন বোলিং। ভারতীয় দলেও এর প্রয়োজন রয়েছে। সেটা আমি না হয়ে অন্য কেউ হতে পারে।’

৪৯ বছরের ভারতীয় এই সাবেক বোলারের বাংলাদেশ দলের সঙ্গে চু্ক্তি শেষ হয়েছে বিশ্বকাপের পরই।

১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলেছেন সুনীল যোশি। ১৫টি টেস্টে তিনি উইকেট রয়েছে ৪১টি। গড় ৩৫.৮৫। সমান একদিনের ম্যাচে খেলে উইকেট ৬৯ পান। কর্ণাটকের এই বোলার প্রথমশ্রেণির ক্রিকেটে ১৬০ ম্যাচে ৬১৫টি উইকেট নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat