মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক দেশ ও জাতির বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্রের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে গণমাধ্যমকর্মীসহ সকলের প্রতি আহবান জানিয়েছেন।
মন্ত্রী আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম আয়োজিত বঙ্গবন্ধু হত্যা ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ২১ আগস্ট ২০০৪ রাষ্ট্রীয় সন্ত্রাস ও গণমাধ্যম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির লিখিত বক্তব্যে এ আহবান জানান ।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করতে চেয়েছিলো। একই অপশক্তি ২০০৪ সালের ২১ আগস্ট জাতির পিতার সুযোগ্য উত্তরাধিকার শেখ হাসিনাসহ দলের নেতাদের হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। প্রতিবারেই তারা সাময়িক ভাবে সফল হলেও চূড়ান্তভাবে ব্যর্থ হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে জাতির পিতার হত্যাকান্ডের বিচার সমাপ্ত করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার প্রক্রিয়া চলমান আছে। যথাসময়ে সকল হত্যাকান্ডের বিচায় প্রক্রিয়া সম্পন্ন হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর লিখিত বক্তব্যের শুরুতে ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ২১ আগস্ট ২০০৪ পর্যন্ত নিহত সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন।
বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের সভাপতি আজিজুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী, বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের সভাপতি মোঃ হারুন অর রশীদ হাওলাদার, জাতীয় মহিলা শ্রমিক লীগের বেগম শামসুন নাহার। সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের সাধারণ সম্পাদক আতাউর রহমান।