হেডিংলি টেস্টের প্রথম দিনেই বৃষ্টির হানা। বৃহস্পতিবার বৃষ্টির কারণে খেলা হয়েছে মাত্র ৫২.১ ওভার। সেই বৃষ্টি বিঘ্নিত ম্যাচের প্রথম দিনে আগুন ঝড়ালেন জোফ্রা আর্চার। ছয় উইকেট তুলে নিয়ে ধসিয়ে দিলেন অসিদের ব্যাটিং লাইন আপ। তাই চলমান অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনেই মাত্র ১৭৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মধ্যে প্রথম দুই টেস্টে নিষ্প্রভ ডেভিড ওয়ার্নার দলের হয়ে করেন দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রান। সর্বোচ্চ ৭৪ রান আসে লাবুশানের ব্যাট থেকে। এছাড়া ১১ রান করেছেন টিম পেইন। বাকিরা সাজঘরে ফিরেছেন সিঙ্গেল ডিজিটে। এক পর্যায়ে অস্ট্রেলিয়ার রান ছিল ২ উইকেটে ১৩৬। আর্চারের তাণ্ডবে অসিরা শেষ ৮ উইকেট হারিয়েছে মাত্র ৪৩ রানে।২৫ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ওয়ার্নার ও লাবুশানে ১১১ রানের জুটি গড়েন। দুজনই তখন তুলে নিয়েছিলেন ফিফটি। ক্রমেই বড় হতে থাকা এ জুটি ভাঙেন আর্চার। ডেভিড ওয়ার্নার ক্যাচ দেন উইকেটের পেছনে। এরপর একে একে নেন টিম পেইন, প্যাটিনসন ও কামিন্সের উইকেট তিনি। শুরুতে আর্চারের শিকার ছিলেন হ্যারিস। এর মাধ্যমে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই পাঁচ উইকেট তুলে নিতে সক্ষম হন তিনি।
অবশ্য আর্চার এখানেই থেমে থাকেননি। অসি কফিনে শেষ পেরেকটিও ঠুকে দেন তিনি। নাথান লায়নকে আউট করে ষষ্ঠ উইকেট নেন আর্চার। লর্ডসে ক্যারিয়ারের প্রথম ম্যাচের দুই ইনিংসে নিয়েছিলেন পাঁচ উইকেট। ব্রড পেয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট পকেটে গেছে স্টোকস ও ওকসের।