সাভারের আশুলিয়ায় বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জাহাঙ্গীর আলম (৩২) ও আবদুল জলিল (৩৩)।পুলিশ জানায়, ভোরে আহাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে বাইপাইল যাওয়ার পথে কবিরপুর এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে আহাদ পরিবহনের আরেকটি বাসের সাহায্যে টেনে নেওয়ার জন্য রশি দিয়ে বাঁধছিলেন জাহাঙ্গীর আলম ও আবদুল জলিল। এসময় পেছন থেকে বেপরোয়া গতির এসআর প্লাস পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।গাজীপুরের সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর ইসলাম জানান, লাশ দুটি উদ্ধার করে সালনা থানায় নেওয়া হয়েছে। বাস তিনটি আটক আছে।