×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৯-০২
  • ৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মানুষ এখন ৩৩৩ এ কল করে সরকারি সেবা পাচ্ছে

জেলার মানুষ এখন থেকে ৩৩৩ নাম্বারে কল করে সরকারি সকল ধরনের সেবা পাচ্ছে বলে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন  জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। তিনি জানান, ৩৩৩ নম্বরে কলে মিলছে জেলা প্রশাসনের তথ্য ও সেবা। এ হট নাম্বারে সামাজিক সমস্যা, ভোক্তা অধিকার, পর্যটন, দুর্যোগ, পরিবেশ দূষণ, ইভটিজিং, জুয়া, মাদক, বাল্যবিয়ে, ভেজাল দ্রব্য, জেলা সম্পর্কিত তথ্য, নাগরিক সেবার পদ্ধতি এমনকি সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে চাইলেও কল করতে পারবেন। তবে আমরা জানাতে চাই এ নাম্বারে কল করা অভিযোগকারীর নাম গোপন রাখা হবে এবং হচ্ছে। রোববার বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩৩৩ সংক্রান্ত সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এখন সরকারি কর্মকর্তাদের ফোন বন্ধ করে বাসায় বসে থাকার কোন সুযোগ নেই। কারণ এ সেবা নাম্বারে কেউ অভিযোগ করলে ডিসি, এডিসিসহ শীর্ষ কর্মকর্তার কাছে ম্যাসেজের মাধ্যমে চলে আসবে অভিযোগের ব্যাপারটি যা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ অভিযোগগুলোর তদারকি করবে।
তিনি বলেন, ৩৩৩ এ এখন পর্যন্ত চাঁদপুর জেলায় ৩২১টি অভিযোগ এসেছে। যার মধ্যে ৩২০টি অভিযোগই দ্রুততার ভিত্তিতে সমাধান করা হয়েছে। শুধু দেশের যে কোন স্থান থেকেই নয়, বিদেশ থেকেও এই ধরনের অভিযোগ কল করে জানানো যাবে। তবে এ ক্ষেত্রে ৩৩৩ এর পরিবর্তে বিদেশ থেকে অভিযোগ জানাতে ডায়াল করতে হবে ০৯৬৬৬৭৮৯৩৩৩। তাই আর অপেক্ষা না করে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে এখন থেকেই সরকারি সেবা গ্রহণ করুন ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মঈনুল হাসান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, প্রোগ্রাম অফিসার জাকির হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
এসময় ডকুমেন্টারি পেশ করেন সহকারি প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ।
উল্লেখ্য, ২০১৮ সালের ১২ এপ্রিল প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মো: সজিব ওয়াজেদ জয় এ সেবাটি উদ্ধোধন করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat