×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২২-০৩-২৫
  • ৮৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা ডাঃ এস এ মালেক রচিত ‘স্ট্রীম অব থটস’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে প্রকাশনা উৎসব কমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অজিত কুমার সরকার।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ শফিকুর রহমান এমপি, পরিষদের সাধারণ সম্পাদক আ ব ম ফারুক, অধ্যাপক অসীম সরকার, পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান লালটু প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, ইতিহাসের সত্য সঠিকভাবে তুলে ধরা না হলে মিথ্যা ও বিকৃত ইতিহাস জায়গা করে নেয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর বাঙালির সমৃদ্ধ ও গৌরব গাঁথা ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এর বিরুদ্ধে যারা কলম ধরে প্রকৃত ইতিহাস ও বস্তুনিষ্ঠ তথ্যকে সামনে নিয়ে এসেছেন তাদেরই একজন ডা. এস এ মালেক। তাঁর লিখিত ‘স্ট্রীম অব থটস’ গ্রন্থের তিন খন্ড পাঠ করলে মনে হবে এ যেন ইতিহাসের প্রকৃত সত্য, বস্তুনিষ্ঠ তথ্য ও বিশ্লেষণ দ্বারা রচিত এক অনন্য দলিল।
বক্তারা আরও বলেন, ডা. এস এ মালেক দীর্ঘ প্রায় সাত দশক ধরে শুধু ইতিহাসের একজন পর্যবেক্ষকই নন, তিনি একজন সক্রিয় রাজনীতিক এবং খ্যাতিমান চিকিৎসক। দেশ মাতৃকার জন্য যুদ্ধ করেছেন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যূদয়ে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আর সে কারণে ‘ষ্ট্রীম অব থটস’ গ্রন্থের নিবন্ধগুলোতে খুঁজে পাওয়া যাবে লেখকের বাস্তব অভিজ্ঞতাধর্মী বিশ্লেষণ, যা তিনি যৌক্তিক এবং বিশ্বাসযোগ্যভাবে পাঠকদের কাছে উপস্থাপন করেছেন।
বক্তারা বলেন, গ্রন্থ তিনটিতে রয়েছে ব্রিটিশ ভারতের রাজনীতি, পাকিস্তানি শাসকদের বাংলা ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র ও ভাষাভিত্তিক জাতীয়তাবাদী আন্দোলন, বঙ্গবন্ধুর বিচক্ষণ ও কৌশলী নেতৃত্বে ভাষাভিত্তিক জাতীয়তাবাদী আন্দোলন ধাপে ধাপে স্বাধীনতার আন্দোলনে পরিণত হওয়া, ছয় দফা ঘোষণার গুরুত্ব ও প্রেক্ষাপট, উনসত্তরের গণঅভ্যূত্থান, আগরতলা ষড়যন্ত্র মামলা, সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে নানা বিশ্লেষণ। রয়েছে স্বাধীন দেশে বঙ্গবন্ধুর দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনার নীতি, কৌশল, কূটনীতি ও সুপরিকল্পিত অর্থনৈতিক কার্যক্রমের বিশ্লেষণ।অনুষ্ঠানের প্রধান অতিথি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্ট্রিম অব থটস গ্রন্থের তিনে খন্ডের মোড়ক উন্মোচন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat