×
ব্রেকিং নিউজ :
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেল একসঙ্গে সর্বোচ্চ সংখ্যক পতাকা উড়ানো দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে সরকার: অর্থ উপদেষ্টা জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সংস্কার স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে: খসরু সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব বিএনপি নেতা ডাবলু ‘হত্যা’র ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল পার্বত্যবাসীদের জীবনমান উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ পার্বত্য উপদেষ্টার ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ছে সরকার : মিডা চেয়ারম্যান পে কমিশনের কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে: অর্থ উপদেষ্টা সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোক সংবিধান সংস্কারে গণভোট: স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ
  • প্রকাশিত : ২০১৮-০৪-১২
  • ১৩০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- কোটা সংস্কা‌রসহ পাঁচ দফা দাবি আদায়ে ঢাবিতে আজও ক্লাস-পরীক্ষা বর্জন চলছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঢাবির অধিকাংশ বিভাগের ক্লাস হয়নি। প্রধানমন্ত্রীর বক্তব্য বিচার বিশ্লেষণ করে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সময় ক্লাসের ফেরার বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত রবিবার থেকে তীব্র ছাত্র আন্দোলন শুরু হয়। রাজধানী ঢাকা ছাড়াও সারাদেশে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দেয় শিক্ষার্থীরা। তীব্র ছাত্র আন্দোলনের মধ্যে বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা পদ্ধতি থাকারই দরকার নাই বলে জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘সংস্কার করতে গেলে, কয়দিন পর আরেক দল এসে বলবে আবার সংস্কার চাই। কোটা থাকলেই হবে সংস্কার। আর না থাকলে সংস্কারের কোনো ঝামেলাই নাই। কাজেই কোটা পদ্ধতি থাকারই দরকার নাই।’ এ সময় শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে ক্লাসরুমে ফিরে যাওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর আজও ঢাবির অধিকাংশ ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। আন্দোলনকারী মূল সংগঠন ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ-এর সমন্বয়ক হাসান আল মামুন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য বিচার-বিশ্লেষণ করে সকালে সংবাদ সম্মেলন করবেন তারা। সেখানেই তাদের সিদ্ধান্তের কথা জানাবেন। সংবাদ সম্মেলনে ক্লাসে যাওয়ার ব্যাপারেও ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গেছে অধিকাংশ বিভাগের ক্লাস হচ্ছে না। শিক্ষার্থীদের উপস্থিতিও অনেক কম। দুই একজনকে ঘুরতে দেখা গেলেও পরে তারা আবার ফিরে যাচ্ছেন। অনেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীর লাইব্রেরির সামনে অবস্থান নিতে দেখা গেছে। সেখানে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত জানাবেন আন্দোলনকারীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat