×
ব্রেকিং নিউজ :
ভৌগোলিক কারণে সিঙ্গাপুরের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ : হাই কমিশনার কৃষকবান্ধব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে: গণপূর্তমন্ত্রী জাতির পিতার সমাধিতে বিজিএমইএ’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে :রেলপথ মন্ত্রী আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের বিডিইউতে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ সাংবাদিকতা সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেয়া হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী টেনিস খেলাকে জনপ্রিয় করতে কাজ করা হচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী কাপ্তাই লেকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-২০
  • ৪৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করণ জোহরের জনপ্রিয় টক শো কফি উইথ করণে সোনাক্ষী সিনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি দীপিকা পাডুকোনের মতো হলে কী করবেন। সোনাক্ষীর উত্তর ছিল, ‘আমি তার মতো ফিট শরীরের জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাব!’ ৩২ বছর বয়সী দীপিকার বডি ফিটনেস পাওয়া অনেক মেয়রই স্বপ্ন!
সম্প্রতি নিজের ডায়েট নিয়ে দীপিকা ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি দিনে দুই লিটার পানি পান করি যাতে টক্সিন বের হয়। এছাড়া আমি প্রতিদিন নারকেল জলও খাই এবং প্রতি দুই ঘণ্টা পর পর কিছু খাই। স্ন্যাকিং আখরোট, বাদাম এবং ড্রাইফ্রুটের মতো স্বাস্থ্যকর খাবারের মধ্যে সীমাবদ্ধ থাকি।’
দীপিকা আরও বলেন, ‘রাতে আমি হালকা খাবার খাওয়ার চেষ্টা করি। এছাড়া ডেজার্ট পছন্দ করলেও সংযম রক্ষা করি। তবে প্রত্যেক্যেই পরিমাণ মতো প্রয়োজনীয় সব খাবার খওয়া উচিৎ। এ ক্ষেত্রে আপনার শরীরের জন্য কোন খাবার ভালো তা আপনাকে অবশ্যই জানতে হবে।’
দীপিকা জানিয়েছেন, দুটি ডিম এবং কম চর্বিযুক্ত দুধ বা দক্ষিণ ভারতীয় খাবার অর্থাৎ উপমা, ইডলি, দোসা দিয়েই দীপিকা শেষ করেন সকালের নাস্তা। প্রাক-লাঞ্চে তিনি কখনই খালি পেটে থাকেন না এবং প্রতি দুই ঘণ্টা পরপর ফল বা প্রাকৃতিক তাজা জুস বা নারকেলের জল এবং স্মুদি খান এবং একবাটি ফল। আর দুপুরের খাবারে থাকে- ২টি চাপাতি, মাছ এবং তাজা সবজি।
সন্ধ্যার স্ন্যাকস- বাদাম এবং ফিল্টার কফি, আর রাতের খাবারে চাপাতি, সবজি ও তাজা সালাদ। এছাড়া ঘুমানোর আগে তিনি ডার্ক চকলেট অথবা মিষ্টি খেতে পছন্দ করেন দীপিকা।
নিজেকে ফিট রাখতে দীপিকা পাডুকন তার ভক্তদের উদ্দেশ্যে কয়েকটি টিপস দিয়েছেন। বলেছেন, ‘চোখ দিয়ে খাবেন না। আপনার পেট ভরানোর জন্য পর্যাপ্ত খান, অতিরিক্ত খাবেন না। নিজেকে ক্ষুধার্ত করবেন না বা ফ্যাড ডায়েট অনুসরণ করবেন না। একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখুন। জাঙ্ক ফুড এড়িয়ে চলুন! এছাড়া সময়মত খান এবং রাতে আমিষ জাতীয় খাবার এড়িয়ে চলুন। তাজা, স্বাস্থ্যকর এবং পুষ্টি সমৃদ্ধ খাবার খান। মনে রাখবেন ফিটনেস একটি লিসম ফিগার নয় বরং পরিষ্কার খাওয়া এবং ভেতর থেকে সুস্থ বোধ করাটাই জরুরি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat