×
ব্রেকিং নিউজ :
টেকসই স্বাস্থ্য উন্নয়নে হেলথ প্রমোশন কর্মসূচি বাস্তবায়ন জরুরি মানবপাচার মামলায় মিল্টন সমাদ্দার কারাগারে টঙ্গী থেকে দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন পর্যন্ত শাটল বাস চালু ৮০ হাজার মানুষ রাফাহ থেকে পালিয়ে গেছে : জাতিসংঘ শরণার্থী সংস্থা কেউ আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না: প্রধানমন্ত্রী আরটিআই আইনে তথ্য চাওয়ার ক্ষেত্রে নারীদের আরো বেশি উদ্বুদ্ধ করতে হবে : ড. আবদুল মালেক এসওইগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণে অর্থ মন্ত্রণালয়ের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ স্মার্ট বাংলাদেশের জন্য চাই স্মার্ট ডেটা : অর্থ প্রতিমন্ত্রী বিজ্ঞানী ওয়াজেদ মিয়া ছিলেন জাতির জন্য নিবেদিতপ্রাণ : পররাষ্ট্রমন্ত্রী ডলারের বিনিময় হার নির্ধারণে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত সঠিক : সালমান এফ রহমান
  • প্রকাশিত : ২০২৩-০২-২৪
  • ৪৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলায় ৯৯ কোটি টাকা ব্যয়ে চলছে বুড়ি তিস্তা সেচ প্রকল্পের জলাধার পুণঃখনন কাজ। এই জলাধার পুণঃখনন কাজ শেষ হলে জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার সাড়ে ৫ হাজার একর জমি পাবে নিরবচ্ছিন্ন সেচ সুবিধা।
নীলফামারী পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়- এতে প্রতিবছর বাড়তি ফসল উৎপাদন হবে ২৬ হাজার টন। যার বাজার মূল্য ৭২ কোটি টাকা। এমন সেচ সুবিধায় জ¦ালানী এবং সার বাবাদ সাশ্রয় হবে সাড়ে ১৫ কোটি টাকা। পাশাপাশি পরিবেশের উন্নয়ন, ভূগর্ভস্থ পানির স্তর উর্ধ্বগামী ও মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি পাবে।
নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার আজ জানান, গতকাল বৃহস্পতিবার প্রকল্পটির ব্যরাজ এলাকা জলঢাকা উপজেলার কালিগঞ্জ নামক স্থানে খনন কাজ শুরু হয়। উদ্বোধন করেন- সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
তিনি জানান, ১৯৬৫ সালে স্থাপিত হয় বুড়ি তিস্তা সেচ প্রকল্পটি। পুরনো ওই প্রকল্পের জলাধারে পলি পড়ে তলদেশ ভরাটের কারণে কমে যায় পানি ধারণ ক্ষমতা। পানি সম্পদ মন্ত্রনালয় ও পানি উন্নয়ন বোর্ড পুনরায় সেটি চালুর উদ্যোগ নিলে ২০২১ সালে আমন মৌসুমে এক হাজার ৫০০ হেক্টর জমিতে সম্পূরক সেচ প্রদান করা সম্ভব হয়। প্রকল্পটি থেকে নিরবিচ্ছিন্ন সেচ সরবরাহের লক্ষ্যে তিস্তা সেচ প্রকল্পের সঙ্গে সমন্বিত করতে ২০২১ সালের ৪ মে একনেকে ১৪৫২ দশমিক ৩৩ কোটি টাকার অনুমোদন দেন প্রধানমন্ত্রী। প্রকল্পের অংশে ৯৯ কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্যাকেজে ১ হাজার ২১৭ একরের ওই জলাধারটির প্রথম ধাপে ৬৬৭ একরে পুণঃখনন কাজ শুরু করা হয়েছে। যা সমাপ্ত হবে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat