×
ব্রেকিং নিউজ :
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেল একসঙ্গে সর্বোচ্চ সংখ্যক পতাকা উড়ানো দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে সরকার: অর্থ উপদেষ্টা জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সংস্কার স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে: খসরু সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব বিএনপি নেতা ডাবলু ‘হত্যা’র ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল পার্বত্যবাসীদের জীবনমান উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ পার্বত্য উপদেষ্টার ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ছে সরকার : মিডা চেয়ারম্যান পে কমিশনের কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে: অর্থ উপদেষ্টা সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোক সংবিধান সংস্কারে গণভোট: স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৭
  • ১৩৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে খোকন নামে এক যুবক নিহত হয়েছেন, যাকে দিনের বেলায় ১৮ লাখ টাকা ছিনতাই করার সময় গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এছাড়া বন্দুকযুদ্ধের সময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে ঢাকা-আগরতলা বাইপাস সড়কের রেলক্রসিং এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) কামাল, এএসআই নূরুল এবং পুলিশ কনস্টেবল শামীম ও বিল্লাল। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আখাউড়া থানার ডিউটি অফিসার এসআই মো. ইউসুফ মিয়া জানান, আখাউড়া পৌরশহরে লাল বাজার এলাকায় সোমবার দিনেদুপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো সিগারেট কোম্পানির ম্যানেজার মানিক দেবকে হাতুড়িপেটা করে সাড়ে ১৮লাখ টাকা ছিনতাইয়ের সময় খোকন সূত্রধরকে গ্রেপ্তার করা হয়। ওই তার দুই সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় ওই কোম্পানি বাদী হয়ে খোকনের বিরুদ্ধে মামলা করে। খোকনের দেয়া তথ্য অনুযায়ী সোমবার রাত দুইটার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে যায় পুলিশ। ঢাকা-আগরতলা বাইপাস সড়কের রেলক্রসিং এলাকায় পৌঁছার পর আগে থেকে ওঁৎ পেতে থাকা খোকনের সহযোগী বিষ্ণুসহ অন্যরা তাকে ছিনিয়ে নিতে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে সহযোগীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে খোকনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে বুলেট ভর্তি ম্যাগজিনসহ একটি পিস্তল, দুটি রামদা এবং বিভিন্ন অস্ত্র উদ্ধারের কথা জানায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat