×
ব্রেকিং নিউজ :
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী কুকি-চিনের নারী শাখার সমন্বয়কসহ দুইজন বান্দরবানের কারাগারে সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন রাঙ্গামাটির লংগদুতে প্রতিপক্ষের গুলিতে নিহত ২ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি সরকারের ধারাবাহিকতার জন্যই দেশে এতো উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরী সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৩
  • ৬৫৮৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরিশাল থেকে দুরপাল্লারসহ অভ্যন্তরীন রুটের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ।বিআিইডব্লিউটিএ-এর সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ শনিবার সকাল থেকে বরিশালের অভ্যন্তরীন রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। সেই সাথে বরিশাল নদী বন্দর এলাকার আশপাশ থেকে বিভিন্ন রুটে যাতায়াতকারী স্পিড বোটগুলোও চলাচল বন্ধ করা হয়েছে। তবে এমনিতেও বরিশাল থেকে দিনের বেলা দূরপাল্লা অর্থাৎ বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল করে না। তবে এ লঞ্চ চলাচল বন্ধের নির্দেশনা রয়েছে কেন্দ্রীয়ভাবে। তাই সকাল থেকে নদী-বন্দরে দুরপাল্লার ঢাকাগামীসহ বরিশালের বিভিন্ন অভ্যন্তরীন রুটের লঞ্চগুলো পল্টুনে বাদিং করে রাখা হয়েছে।
এদিকে বরিশাল আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, রাতে বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা’র অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। এছাড়া অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। পায়রা বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া বরিশাল, পটুয়াখালীসহ উপকূলীয় এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
অপরদিকে, বরিশাল নদী বন্দর এলাকায় সিপিপি বরিশাল আঞ্চলিক অফিসের বিভিন্ন পদের সদস্যরা সতর্ক সংকেতমূলক প্রচার-প্রচারণা করে যাচ্ছে।
এছাড়াও বরিশাল বিভাগের ৬ জেলার বিভিন্ন স্থানে ৩২ হাজার ৫২০ জন সিপিপি’র বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীকে প্রস্তুত রাখা হয়েছে। জেলায় রেড-ক্রিসেন্ট বিভাগের ৩২০ জন স্টাফের মধ্যে ২৫০ জন মাঠে দায়িত্ব পালন করার কাজে নিয়োজিত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat