রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় প্রতিপক্ষের গুলিতে দুইজন নিহত হয়েছে।আজ শনিবার সকাল ৯টার দিকে লংগদু উপজেলাধীন লংগদু ইউনিয়নের মনপতি বাজারের বড়হাড়িকাবার ভালেদি ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
হামলায় ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য বিদ্যা ধন চাকমা ওরফে তিলক (৪৫) ও সমর্থক ধন্য মনি চাকমা (৩৫) নিহত হয়েছেন।ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা সংবাদ মাধমে দেয়া এক বিবৃতিতে এই হত্যাকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. হারুনুর রশীদ জানান, আজ সকালে প্রতিপক্ষের গুলিতে দুইজন ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনার পর পরই আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রওনা হয়েছেন বলে জানান তিনি।