×
ব্রেকিং নিউজ :
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী কুকি-চিনের নারী শাখার সমন্বয়কসহ দুইজন বান্দরবানের কারাগারে সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন রাঙ্গামাটির লংগদুতে প্রতিপক্ষের গুলিতে নিহত ২ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি সরকারের ধারাবাহিকতার জন্যই দেশে এতো উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরী সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ৫৬৮৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার অধিকাংশ এলাকায় লোকালয় থেকে বন্যার পানি নেমে গেছে। ক্ষয়ক্ষতি নিরূপনের জন্য জেলা প্রশাসন থেকে সংশ্লিষ্ট সকল দফতরকে নির্দেশনা দেয়া হয়েছে।
জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে কক্সবাজারে ৬০ টি ইউনিয়নে ৪ লাখ ৮০ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় জেলায় ১২ জনের প্রাণহানি ঘটেছে।
গত ৫দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বুধবার এবং আজ বৃহস্পতিবার বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। লোকালয় এবং ডুবে যাওয়া সড়ক থেকে পানি নামতে শুরু করেছে। তবে নিচু এলাকায় কিছু কিছু বাড়িঘর ও এলাকা এখনও ডুবে রয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) বিভীষন কান্তি দাশ জানিয়েছেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কক্সবাজার জেলায় ৬০টি ইউনিয়নে ৪ লাখ ৮০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমি ধস ও পানিত ডুবে মারা গেছে ১২ জন।
তিনি জানান- বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের ৯ লাখ টাকা এবং ৮৩ টন চাল বিতরণ করা হয়েছে। ফসলী মাঠ ও সড়ক জনপদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপন করা হচ্ছে।
পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ তিন শিশুর মরদেহ বুধবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। এরা হচ্ছেন ওই গ্রামের নুরুল আলমের মেয়ে তাহিদা বেগম (১০) ও আমির হোসেন (৫) এবং একই এলাকার সাবের আহমদের মেয়ে হুমায়রা বেগম (৮)। উদ্ধার হওয়া শিশুরা মঙ্গলবার সকালে মাতামুহুরী নদীর ঢলের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ ছিল।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান জানিয়েছেন, বন্যার পানি নামতে শুরু করলেও এখনো নিচু এলাকায় বেশ কয়েকটি ইউনিয়ন বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। পানি পুরোপুরি নেমে গেলে বন্যার ক্ষয়ক্ষতি নিরূপন করা যাবে।
উল্লেখ্য বন্যায় জেলায় সবচেয়ে বেশী ক্ষয়ক্ষতি হয়েছে চকরিয়া এবং পেকুয়া উপজেলায়। এদিকে বন্যার পানিতে নির্মাণাধীন রেল পথেরও ব্যাপক ক্ষতি হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat