×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৪-০৫-২০
  • ৪৩৪৫৬৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন টি-টোয়েন্টি বিশ^কাপে পাপুয়া নিউ গিনির ‘বিশেষজ্ঞ কোচ’ হিসেবে নিয়োগ পেলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ও কোচ ফিল সিমন্স। 
এক বিবৃতিতে পাপুয়া নিউ গিনি জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন সর্ম্পকে ধারনা থাকায় এবং অভিজ্ঞতার কারনে দলের ‘বিশেষজ্ঞ কোচ’ হিসেবে দায়িত্ব পালন করবেন সিমন্স। 
পাপুয়া নিউ গিনির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জিম্বাবুয়ের তাতেন্ডা তাইবু। তার সাথে কাজ করবেন সিমন্স। 
২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজের কোচ ছিলেন সিমন্স। ২০২২ সালে অস্ট্রেলিয়ার অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ^কাপেও ওয়েস্ট ইন্ডিজের কোচ ছিলেন তিনি। ঐ আসরে প্রথম রাউন্ড থেকে ওয়েস্ট ইন্ডিজ বিদায় নিলে কোচের পদ ছাড়েন সিমন্স। 
নিজ দেশের দায়িত্ব থেকে সড়ে  এসে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কোচের দায়িত্ব পালন করেন সিমন্স। এর মধ্যে ত্রিবাগো নাইট রাইডার্স, এলএ নাইট রাইডার্স এবং করাচি কিংসের দলগুলো ছিলো। 
সিমন্স বলেন, ‘এখানে পরামর্শদাতা কোচ হিসেবে দায়িত্ব পালন করবো এবং আমার অভিজ্ঞতা তুলে ধরবো। শুধুমাত্র বিশ্বকাপেরই নয়, ক্যারিবিয়ান কন্ডিশনের খেলাগুলো এবং যে বিষয়গুলো আমরা সঠিকভাবে করতে পারবো সেগুলো নিশ্চিত করার দিকে মনোযোগ দিতে হবে। ক্যারিবিয়ান কন্ডিশনে এবং বিশেষভাবে যেসব ভেন্যুতে আমরা খেলবো।’
এই নিয়ে দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ^কাপে খেলবে পাপুয়া নিউ গিনি। আসন্ন বিশ^কাপে ‘সি’ গ্রুপ পাপুয়া নিউ গিনির প্রতিপক্ষ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও উগান্ডা। ২ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ শুরু করবে ২০২১ সালে প্রথমবার অংশ নেওয়া পাপুয়া নিউ গিনি। 
বিশ^কাপের আগে ওমান ও নামিবিয়ার সাথে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচও খেলবে পাপুয়া নিউ গিনি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat