×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৩
  • ৩৪৪৫৬৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিবচর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
শনিবার উপজেলা পরিষদ চত্বরে  তিনি এ কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন।
বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর জেলার কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বিভিন্ন স্থান থেকে আগত ৩৩টি স্টল অংশগ্রহণ করেছে। আগামী ১৫ জুলাই পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত দশটা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এর আগে মন্ত্রী পদ্মা সেতু সংলগ্ন প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। স্থাপত্য অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রণীত নকশা অনুযায়ী এ কনভেনশন সেন্টারের নির্মাণ কাজ বাস্তবায়ন করবে গণপূর্ত অধিদপ্তর। পরে তিনি জাতীয় গৃহায়ন  কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন দাদাভাই উপশহরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
উল্লেখ্য, যে বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ স্লোগানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে ৫ লক্ষ বৃক্ষ রোপণের লক্ষ্য নিয়ে বৃক্ষরোপণ সপ্তাহ (৮ থেকে ১৪ জুলাই) উদযাপন করা হচ্ছে।  এ কর্মসূচির আওতায় মাদারীপুরের শিবচর উপজেলায় দাদাভাই উপশহরে এ বৃক্ষ রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত সকলে একটি করে ছাতিম গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে মন্ত্রী প্রকল্প এলাকায় আয়োজিত আলোচনা সভায় অংশ নেন। বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, প্রকৃতির সুরক্ষা এবং সমসাময়িক প্রেক্ষাপটে বৃক্ষ রোপণের গুরুত্বারোপ করে তিনি বক্তব্য রাখেন।
এছাড়া, তিনি স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মরহুম ইলিয়াস আহমদ চৌধুরীর স্মৃতিচারণ করেন এবং দেশের স্বাধীনতা ও  গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় তার বলিষ্ঠ ভূমিকা বর্ণনা করেন।
অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে তিনি মরহুম ইলিয়াস আহমদ চৌধুরীর কবরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি ফাতেহা পাঠ ও মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতের অংশ নেন।
এতে মাদারীপুর-১  আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ জনাব নূর-ই- আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নবীরুল ইসলাম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সিদ্দিকুর রহমান সরকার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতার, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মঞ্জুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat