×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৩
  • ৪৩৪৫৩৬৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কয়েকদিনের টানা বৃষ্টিতে ও পাহাড়ী ঢলে বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হয়েছে। এতে খাগড়াছড়ি জেলার দীঘিনালা কবাখালী সড়ক এবং বাঘাইহাট বাজারের সড়ক ডুবে যাওয়ায় পর্যটন এলাকা সাজেক বেড়াতে আসা প্রায় ৩ শতাধিক পর্যটক আটকা পড়েছেন। 
গত পাঁচদিনের বৃষ্টিপাতের ফলে হঠাৎ পানি বেড়ে সড়কের কিছু অংশ তলিয়ে যাওয়ায় ফিরতে না পারায় পর্যটকরা বর্তমানে সাজেক অবস্থান করছেন।
খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের একাংশ পানিতে তলিয়ে যাওয়ায় আজ শনিবার সকাল থেকে বাঘাইছড়ির সঙ্গে অন্যান্য জেলা-উপজেলায় ছোট-বড় যান চলাচল বন্ধ রয়েছে।
এ বিষযে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আখতার  জানান, গত কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের একাংশ পানিতে তলিয়ে গেছে। এতে সাজেকে বেড়াতে আসা প্রায় ৩ শতাধিক পর্যটক আটকা পড়েছে। আটকা পড়া পর্যটকরা বর্তমানে সাজেক অবস্থান করছেন। তবে সড়ক থেকে পানি নেমে গেলে তাদের সাজেক থেকে ফিরিয়ে আনা হবে। বর্তমানে পর্যটকদের নিরাপদে সাজেকে রাখা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, কাচালং নদীর পানি বিপদ সীমা রেখার মধ্যদিয়ে প্রবাহিত হওয়ায় ও পাহাড়ী ঢলে বন্যার আশংকায় উপজেলার সবকটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। 
এছাড়া আশ্রয়কেন্দ্রে আসা মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat