×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ৪৩৪৩৬৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা সড়কে বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রী নিহত এবং ৪ জন আহত হয়েছেন। একই দিন রাঙ্গুনিয়া থেকে তীর্থ যাত্রীবাহি একটি বাস উল্টে গেলে গাড়িতে থাকা ১৯ জন যাত্রী আহত হয়।

শুক্রবার সকালে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের পুলিশ ক্যাম্প সড়ক সংলগ্ন ডাকবাংলো এলাকায় একটি পর্যটকবাহী বাস (চট্টমেট্রো ব- ১৫-৫০০৬) ও যাত্রিবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে বলে  নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।

তিনি জানান,  নিহত কলেজ ছাত্রীর নাম পাইমে মারমা। সে বান্দরবান জেলার বালাঘাটা ঘোয়াইংগ্যা পাড়ার ক্য চিং নু মারমার মেয়ে। নিহত পাইমে রাঙ্গুনিয়া কলেজে উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের স্টাডি সেন্টারের ছাত্রী। এই ঘটনায় আহত অপর তিন যাত্রী ও চালককে চিকিৎসার জন্য চন্দ্রঘোনা খ্রীষ্টান হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। 

এদিকে আজ সকালে রাঙ্গুনিয়া থেকে তীর্থ যাত্রীবাহি একটি বাস রাঙ্গামাটি রাজবন বিহারে আসার সময় মানিকছড়ি শালবাগান এলাকায়  উল্টে যায়। এতে গাড়িতে থাকা ১৯ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে স্থানীয়দের নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালে পাঠিয়েছে।   

এদের মধ্যে গুরুতর আহত ২ যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

রাঙ্গামাটি হাসপাতালের কর্তব্যরত আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর  জানান, দুর্ঘটনায় আহতদের জরুরি বিভাগে চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। গুরুতর আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat