×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৫-০৪-২২
  • ৩৪৫৬৫৫৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভায় বক্তারা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির স্বার্থ সংরক্ষণে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন।

বক্তারা বলেন, ‘দেশের উন্নয়নের ধারায় অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে পারলে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে দেশ। সরকারি-বেসরকারি সম্মিলিত প্রয়াসে তাদের জীবনমান বদলে দিতে হবে। সচেতনতা ও মানবিকতার মাধ্যমে যোগাযোগ ও সামাজিকভাবে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে হবে।’

মাতৃগর্ভে অথবা জন্মের পরপর শিশুর অটিজম হওয়ার সম্ভাবনা রোধ, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতি সমব্যথী হয়ে তাদের বৈচিত্র্যকে বরণ, শিক্ষা ও চিকিৎসা গ্রহণ এবং প্রতিভা বিকাশে সমাজসচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং জেলার অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সঙ্গে সম্পৃক্ত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের যৌথ আয়োজনে আলোচনা সভা শেষে অটিজম আক্রান্ত শিশুসহ কয়েকজনকে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক সুবর্ণা সরকার। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহিনা আক্তার, জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক ও ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর অনিক আহমেদ অপু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat