×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৫
  • ৩২৪৩২৫৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুর জেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুরের উদ্যোগে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে এই আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার জেলার রাজবাড়ী মাঠে এই মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ, উত্তর) মো. রবিউল হাসান।

এতে বক্তব্য রাখেন, গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) মো. মোজাম্মেল হোসেন, কৃষক প্রতিনিধি কামাল হোসেন, কৃষি উদ্যোক্তা মরিয়ম আক্তার লাবণ্য লতা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম খান।

গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম খান বলেন, মেলায় প্রদর্শিত কৃষিপণ্য দেখে আগত দর্শনার্থীদের মধ্যে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

তিন দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্যে উন্মুক্ত থাকবে। মেলায় ২৫টি স্টলে প্রদর্শন করা হয়েছে বিভিন্ন ধরনের ফলমূল, সবজি, বীজ ও আধুনিক রোপণ পদ্ধতি, কৃষি যন্ত্রপাতি, জৈব বালাইনাশকের ব্যবহার, ভার্মি কম্পোস্ট, ইত্যাদি।

মেলায় উন্নত প্রযুক্তি ও নিয়মাবলির লিফলেট বিতরণ করা হয়েছে। কৃষকদের মাঝে ফলের চারা বিতরণ করা হয়েছে। কৃষি উদ্যোক্তারা নার্সারিসহ বিভিন্ন কৃষি পণ্যের স্টল স্থাপন করেছেন। মেলায় প্রদর্শিত কৃষিপণ্য দেখে আগত দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat