×
ব্রেকিং নিউজ :
পলোগ্রাউন্ডের মহাসমাবেশে ১৫ লাখ মানুষের সমাগমের লক্ষ্য বিএনপির উপদেষ্টা পরিষদের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও নীতি অনুমোদন ইউভালদে স্কুলে বন্দুক হামলার ঘটনায় প্রতিক্রিয়া : সাবেক স্কুল পুলিশ কর্মকর্তা খালাস শাহরুখ খানকে কখনোই কাকু বলে সম্বোধন করিনি: হান্দে এরচেল গণভোটের পক্ষে প্রচারণা চালাতে সমাজের স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কেসিসির প্রচারণা কার্যক্রম উদ্বোধন আমি আপনাদেরই সন্তান, আপনাদের পাশে থেকেই কাজ করতে চাই : তারেক রহমান ইভ্যালির রাসেল-নাসরিন কারাগারে হকারদের জীবিকা সুরক্ষায় নগরীতে আন্ডারগ্রাউন্ড মার্কেটের পরিকল্পনা আছে : চসিক মেয়র রংপুরে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল
  • প্রকাশিত : ২০২৬-০১-১৮
  • ৩৪৫৪৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যাটার শারমিন আকতার এবং তিন বোলার নাহিদা আকতার, রিতু মনি ও রাবেয়া খানের বোলিং নৈপুন্যে জয় দিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ দল।

আজ কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ নারী দল ২১ রানে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। ব্যাট হাতে শারমিন ৩৯ বলে ৬৩, বোলিংয়ে নাহিদা ৪টি ও রিতু ২টি উইকেট নেন। 

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩ ওভারে ২৬ রান যোগ করেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আকতার ও জুয়াইরিয়া ফেরদৌস। দিলারা ৮ বল ও জুয়াইরিয়া ২৩ বল খেলে ১৭ রান করেন। 

চার নম্বরে নেমে ২ রানের বেশি করতে পারেনি অধিনায়ক নিগার সুলতানা। এতে ৬৬ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। 

এরপর চতুর্থ উইকেটে ৫৫ বলে ৬৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে লড়াকু সংগ্রহের ভিত গড়ে দেন শারমিন ও সোবহানা মোস্তারি। 

হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে শারমিন ৩৯ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৬৩ রান করেন। সোবহানা ২৯ বলে ৩২ রানে আউট হলেও, শেষ দিকে স্বর্ণা আকতারের ১২ বলে ১৬ রানের সুবাদে ২০ ওভারে করে ৫ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের মাহি মাদহাভান ৩ উইকেট নেন। 

জবাব দিতে নেমে ৪১ বলে ৪২ রানের সূচনার পর পথ হারায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের তিন বোলার নাহিদা-রিতু ও রাবেয়ার বোলিং নৈপুন্যে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রান করে ম্যাচ হারে যুক্তরাষ্ট্র। এই তিনজন মিলে ৯ উইকেট শিকার করেন। 

৪ ওভার করে হাত ঘুরিয়ে স্পিনার নাহিদা ২৪ রানে ৪টি, পেসার রিতু ২৪ রানে ৩টি এবং স্পিনার রাবেয়া ৩৪ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন শারমিন। 

আগামী ২০ জানুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনির মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২২ জানুয়ারি নামিবিয়া এবং ২৪ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে টাইগ্রেসরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat