ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
খুদেবার্তায় জানানো হয়, গ্রেপ্তার ছয়জনের মধ্যে চক্রের মূল হোতা ও দুই নারী রয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
খুদেবার্তায় আরো জানানো হয়, গ্রেপ্তার ছয়জনকে নিয়ে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করা হবে। এতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।