×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৭-০২-২৬
  • ৭৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেয়াল দিয়ে এক পরিবারকে অবরুদ্ধ করে রাখায়,সংসদ সদস্য (এমপি)কে আওয়ামী লীগের তলব
নিজস্ব প্রতিনিধি:-  খুলনার পাইকগাছায় দেয়াল দিয়ে প্রতিবেশী এক পরিবারকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য (এমপি) শেখ মোহাম্মদ নুরুল হককে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তলব করা হয়েছে। আজ রোববার রাজধানীতে কেন্দ্রীয় ঈদগাহের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অভিযানের সময় সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।‘ওই এম‌পিকে ঢাকায় পা‌র্টি অফিসে তলব করে‌ছি। স্বরাষ্ট্রমন্ত্রী ও আমি ওই দেয়াল ভেঙে ফেলতে পু‌লিশকে নির্দেশ দিয়ে‌ছি, রাতেই বে‌শিরভাগ অংশ ভাঙা হয়েছে’, বলেন ওবায়দুল।সম্প্রতি খুলনা-৬ আসনের এমপি নুরুল হকের পরিবারের বিরুদ্ধে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার পরিবারকে বাড়ি থেকে উৎখাত চেষ্টার অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।বিবিসির প্রতিবেদনে বলা হয়, কয়েক ফুট উঁচু দেয়াল তুলে প্রতিবেশী পরিবারটির বাড়িতে আসা-যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনাকে ঘিরে পাল্টাপাল্টি মামলা দায়েরের ঘটনাও ঘটেছে।তবে এমপি পরিবার প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে যথেষ্ট সহায়তা পাওয়া যাচ্ছে না বলেও জানাচ্ছেন বাদীপক্ষ।খুলনার পাইকগাছার স্থানীয় আওয়ামী লীগকর্মী মোহাম্মদ আজিজ ও তাঁর পরিবারের অভিযোগ, যে বাড়িটিতে ৭০ বছর ধরে তাঁরা বসবাস করে আসছেন, সেটিকে ঘিরে গত বছরের জানুয়ারিতে বেশ কয়েক ফুট উঁচু ইটের দেয়াল তৈরি করে তাঁদের অনেকটা অবরুদ্ধ অবস্থায় রাখা হয়েছে। অবস্থা এমন পর্যায়েও পৌঁছেছে যে, তাঁদের দেয়াল খুঁড়ে বাড়ি থেকে বের হতে হয়েছে।আজিজের পরিবারের কিছু সদস্য দাবি করেন, বাড়ি থেকে বের হতে হলে মইয়ের সাহায্যে প্রাচীর ডিঙাতে হয়। বাড়ির বয়স্ক ও শিশুদের জন্য বিষয়টি খুবই ঝুঁকিপূর্ণ ও অমানবিক।এদিকে বিবিসির সর্বশেষ এক প্রতিবেদনে দাবি করা হয়, প্রতিবেশীর চলাচলের রাস্তায় তোলা সেই দেয়াল ভাঙা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat