×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৭-০৩-১৬
  • ৭৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে আগামী শীত মৌসুমে:পানিসম্পদমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:- পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে আগামী শীত মৌসুমে আবার টিআরএম প্রকল্প শুরু করা হবে। আর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে নদী খনন। তিনি বলেন, অন্যান্যবার জলাবদ্ধতা সমস্যার পরে সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু এবার জলাবদ্ধতা সমস্যার আগেই অর্থাৎ এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই নদী খননকাজ শুরু করা হবে। আজ বৃহস্পতিবার সকালে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার দীর্ঘমেয়াদি সমাধানের ওপর এক জাতীয় কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীরপ্রতীক ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।জেলা প্রশাসক ড. হুমায়ূন কবীরের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য দেন যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান ও ভবদহ সমস্যা নিরসনের দাবিতে আন্দোলনরত সংগঠনগুলোর নেতারা।প্রধান অতিথির বক্তৃতায় পানিসম্পদমন্ত্রী বলেন, এর আগে স্থানীয়ভাবে ভুল বোঝাবুঝির কারণে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা জোয়ারাধার প্রকল্প) বাতিল করতে হয়েছিল। সেই প্রকল্প আবার নতুন করে পরিকল্পনা কমিশনে দেওয়া হয়েছে। আগামী শীত মৌসুম থেকে আবার এই প্রকল্প চালু করা সম্ভব হবে। তিনি বলেন, এর আগে যাতে জলাবদ্ধতা সমস্যা না হয়, সেজন্য বর্ষা মৌসুমের আগেই এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে নদী খনন শুরু করা হবে।মন্ত্রী বলেন, নদী খননের পর স্লুইস গেটগুলো খোলা থাকার কথা। কারণ জোয়ার-ভাটা না থাকলে জলাবদ্ধতা সমস্যা নিরসন খুবই কঠিন। কিন্তু দেখা যায় যে স্থানীয় কিছু মানুষ স্লুইস গেটগুলো বন্ধ করে রাখে। এতে প্রায় সাড়ে তিন লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। এ ব্যাপারে স্থানীয় জনগণকে যেমন সচেতন হতে হবে, তেমনি যারা স্লুইস গেট বন্ধ করে রাখে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat