×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৮-১১-২৬
  • ৫০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বরের নির্বাচনে কমিশন সব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত: সিইসি
নিউজ ডেস্ক:–প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন: সকল দলের অংশগ্রহণে ৩০ ডিসেম্বরের নির্বাচনে সব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত নির্বাচন কমিশন। সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী ব্রিফিং সেশনে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার। এসময় তিনি এসব কথা বলেন। ব্রিফিং সেশনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমান সুযোগ দেয়ার ক্ষেত্রে যেন কোনো বাধা না আসে। এসময় সবার সুযোগ তৈরিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেয়া হয়। এমনকি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ নির্দেশনা দিতে ব্যর্থ হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে ছাড় দেয়া হবে না বলেও ব্রিফিং সেশনে সতর্ক করা হয়। ওই সেশনে জানানো হয়, নির্বাচনে দেশব্যাপী সেনাবাহিনী থাকবে। সেনাবাহিনীকে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat