- প্রকাশিত : ২০১৮-১২-২৬
- ৪৩৯ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কদমতলীর শনিআখড়ায় ট্রাকের চাপায় দুইজন নিহত
নিউজ ডেস্ক:– রাজধানীর কদমতলীর শনিআখড়ায় ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন।বুধবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শনিআখড়ার জিয়া স্মরণি রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হারুন অর রশিদ (৪২) ও বাশার (৩২)। এদের মধ্যে বাশার ট্রাকের শ্রমিক ও হারুর অর রশিদ ইটের মালিক।
গুরুতর আহত বাশারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ট্রাক চালক হাবিব বাংলানিউজকে জানান, সকালে রায়েরবাগে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে ইট নামাচ্ছিলেন বাশার। এসময় পেছন থেকে আরেকটি ট্রাক এসে রাস্তার পাশের ইট বোঝাই ওই ট্রাকটিকে ধাক্কা দিলে টাকের নিচে চাপা পড়েন ট্রাক শ্রমিক বাশার ও ইটের মালিক হারুন। এতে ঘটনাস্থলেই হারুন অর রশিদ মারা যান। পরে আহত বাশারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর সকাল ৮টার দিকে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। বাশারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে রয়েছে। আর হারুন ঘটনাস্থলেই মারা যান। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..