- প্রকাশিত : ২০১৮-১২-২৮
- ৪২১ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
ভারতের বিপক্ষে মাত্র ১৫১ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া
নিউজ ডেস্ক:–মেলবোর্ন টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ১৫১ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। ফলে ভারতের চেয়ে ২৯২ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। অস্ট্রেলিয়াকে ফলঅনে না করিয়ে ভারতের অধিনায়ক বিরাট কোহলি আবার ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে একাই ধ্বসিয়ে দিয়েছেন জাসপ্রিত বুমরা।
বৃহস্পতিবার ৭ উইকেট হারিয়ে ৪৪৩ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে। তৃতীয় দিনের শুরুতে দলীয় ২৪ রানে অ্যারোন ফিঞ্চকে (৮) ফিরিয়ে দেন ইশান্ত শর্মা। এর বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি মার্কাস হ্যারিস (২২)। বুমরার বলে ইশান্ত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। দলীয় ৫৩ রানের মাথায় ওসমান খাজাকে (২১) ফিরিয়ে দেন রবীন্দ্র জাদেজা। এর পর শন মার্স (১৯) ও ট্রাভিস হেডকে (২০) দ্রুত প্যাভিলিয়নের পথ ধরান বুমরা। নিজের ১৪তম ও ১৫তম ওভারে এসে টিম পেইন (২২), নাথান লায়ন ও হেজেল উডকে ফিরিয়ে দেন বুমরা। মিশেল স্টার্ক ৭ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার কেউেই ২২ রানের বেশি তুলতে পারেনি।
এর আগে ২ উইকেট হারিয়ে ২১৫ রান তুলে প্রথম দিন শেষ করেছিল সফরকারীরা। বিরাট কোহলি ৪৭ ও চেতেশ্বর পূজারা ৬৮ রান নিয়ে অপরাজিত ছিলেন। বৃহস্পতিবার দলীয় ২৯৩ রানের মাথায় আউট হন কোহলি। ২০৪ বল খেলে ৯ চারে ৮২টি রান করেন অধিনায়ক। পূজারার সঙ্গে তৃতীয় উইকেটে তুলে দিয়ে যান ১৭০ রান। ২৯৯ রানের মাথায়ই আউট হন পূজারাও। তিনি অবশ্য ক্যারিয়ারের ১৭তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ফেরেন।
এরপর আজিঙ্কা রাহানে ও রোহিত শর্মা মিলে ৬২ রান তোলেন। দলীয় ৩৬১ রানের মাথায় আউট হন রাহানে। ৩৪ রান আসে তার ব্যাট থেকে। সেখান থেকে রোহিত শর্মা ও রিশাব পন্ত মিলে দলীয় সংগ্রহকে টেনে নিয়ে যান ৪৩৭ রান পর্যন্ত। এই রানে আউট হন পন্ত। ৩৯টি রান করেন তিনি। এরপর ৪৪৩ রানে আউট হন রবীন্দ্র জাদেজা। ঠিক তখনই ইনিংস ঘোষণা করেন কোহলি। রোহিত শর্মা ১১৪ বল খেলে ৫ চারে ৬৩ রানে অপরাজিত থাকেন।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..