- প্রকাশিত : ২০১৮-১২-২৮
- ৪৬৩ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
সাংবাদিকদের ওপর নির্যাতন ও হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি
নিউজ ডেস্ক:–নির্বাচনকালীন সংবাদ সংগ্রহে দোহারসহ বিভিন্নস্থানে সাংবাদিকদের ওপর নির্যাতন ও হামলার প্রতিবাদে শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়শনের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সসাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব অমিয় ঘটক পুলক প্রমূখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। একই সঙ্গে হামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..