- প্রকাশিত : ২০১৮-১২-২৯
- ৪০৬ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর এর মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রীর শোক
বাংলাদেশের প্রথিতযশা চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর এর মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এক শোকবার্তায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, একুশে পদক বিজয়ী সৈয়দ জাহাঙ্গীর এর মৃত্যুতে দেশ একজন বিখ্যাত চিত্রশিল্পী হারালো। তাঁর সৃষ্টিকর্মের বেশিরভাগই ছিল গ্রাম ও গ্রামের প্রকৃতি নিয়ে। তিনি শিল্পকলা একাডেমিতে চারুকলা বিভাগ চালু করেন। চারুকলায় তাঁর মূল্যবান অবদানের জন্য বাংলাদেশের মানুষ তাঁকে দীর্ঘকাল স্মরণ করবে।
উল্লেখ্য, ২৯ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..