কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পাচারের সময় ইয়াবাসহ এক সিএনজি চালক আটক
নিউজ ডেস্ক:– কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পাচারের সময় ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে র্যাব।
বুধবার দুপুরে র্যাব-৭,টেকনাফ ক্যাম্পের একটি দল টেকনাফ-কক্সবাজার সড়কের বরইতলী নামক স্থানে বিশেষ চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি তল্লাশি করে। এ সময় অভিনব কায়দায় লুকানো ইয়াবার পোটলা ও সিএনজি চালক রামুসহ উপজেলার দক্ষিণ খুনিয়াপালংয়ের হাবিব উল্লাহর পুত্র নুর আহমদকে আটক করে র্যাব।
উদ্ধারকৃত ওই পোটলায় ২৯ লাখ ৫৫ হাজার টাকা দামের ৫ হাজার ৯শ ১০ পিস ইয়াবা পাওয়া যায়। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদক এবং জব্দকৃত সিএনজিসহ ওই ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান, টেকনাফ ক্যাম্প কমান্ডার এএসপি শাহ আলম।