×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০১-১৭
  • ৩৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পর্যটন শিল্পের বিকাশে ১৩শ’ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক:–বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, অমিত সম্ভাবনার অফুরন্ত উৎস বাংলাদেশের পর্যটন শিল্পকে অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থানের অন্যতম উৎসে পরিণত করতে বর্তমান সরকার ১৩০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। যা অবকাঠামোগত সুবিধা ও মানবসম্পদ উন্নয়নে ব্যয় করা হবে। আজ রাজধানীর মহাখালীতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সদর দপ্তরে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে এশিয়ার অন্যতম পর্যটন ডেস্টিনেশনে পরিণত করতে সরকার একটি পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন করেছে এবং বাংলাদেশকে পৃথিবীর বিভিন্ন দেশে ব্র্যান্ডিং করতে নানামুখী প্রচার কার্যক্রম গ্রহণ করেছে। তিনি আরো বলেন, বাংলাদেশের নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য এবং বিভিন্ন প্রতœতাত্বিক নিদর্শন দেখতে পর্যটকদের বাংলাদেশে আনার জন্য সম্ভব সবকিছুই করবে সরকার। তিনি লক্ষ্য সফল করতে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। বিপিসি চেয়ারম্যান আখতার উজজামান খান কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিমান ও পর্যটন সচিব মহিবুল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat