×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০১-১৮
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আলোকচিত্র কথার চেয়ে শক্তিশালী : নৌপরিবহন প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক:– নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী বলেছেন, আলোকচিত্র যোগাযোগের একটি শক্তিশালী মাধ্যম এবং শিল্পের অন্যতম ভাষা। একটি আলোকচিত্র অনেক কথার চেয়েও শক্তিশালী। এর মাধ্যমে আবেগ, অনুভূতি ও প্রতিক্রিয়া সহজেই প্রকাশ করা যায়। প্রতিমন্ত্রী আজ ঢাকায় চারুকলা ইনস্টিটিউটের জয়নুল আর্ট গ্যালারিতে ‘দেশ-বিদেশ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আলোচনা সভায় এসব কথা বলেন। প্রেস ইনস্টিটিউট অভ্ বাংলাদেশ (পিআইবি) এর সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সংসদ সদস্য পঙ্কজ নাথ, চারুকলা ইনস্টিটিউটের ডিন অধ্যাপক নেছার হোসেন, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, আলোকচিত্র শিল্পী সাংবাদিক আহমেদ পিপুল এবং আলোকচিত্র শিল্পী পর্যটক তানভীর টিপু। প্রতিমন্ত্রী বলেন, আলোকচিত্রের মাধ্যমে তারুণ্যের সৃজনশীলতা ও প্রাণশক্তিকে কাজে লাগানো যায়। আলোকচিত্রের মাধ্যমে যেমন প্রাকৃতিক ও নৈসর্গিক দৃশ্য ফুটে উঠে তেমন আলোকচিত্র কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদের আগ্রাসন রোধ এবং ভ্রমণ ও সুস্থ সংস্কৃতি চর্চা করতে দু’জন আলোকচিত্র শিল্পীর দেশ-বিদেশের ২০টি আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। শিল্পীরা হলেন সাংবাদিক আহমেদ পিপুল এবং পর্যটক তানভীর অপু। তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ১৭ জানুয়ারি শুরু হয়েছে। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে। পরে প্রতিমন্ত্রী আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat