- প্রকাশিত : ২০১৯-০১-২০
- ৪২০ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভার কাউন্সিলরকে কুপিয়ে হত্যা
নিউজ ডেস্ক:– নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ৯ ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ কর্মী জামিরুল ইসলামকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বেলা পৌনে ১ টার দিকে জমিরুলের বাড়ির পাশে বিরোপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত জমিরুল উপজেলার বিরোপাড়া মহল্লার কমর উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীরা জানায়, বেলা পৌনে ১ টার দিকে জমিরুল তার বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে বিরোপাড়া মোড়ে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, ‘কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..