×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০১-২২
  • ৪২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক:– বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের ২০১৮-১৯ অর্থ বছরের বাস্তবায়ন অগ্রগতি (এডিপি) পর্যালোচনা সভা আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যেতে হবে। সেই ধারাবাহিকতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহকে দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য তিনি আহ্বান জানান। বর্তমান সরকার বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পসমূহের মাধ্যমে দেশের উন্নয়নে বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহকে সরকারি অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য মন্ত্রী নির্দেশ দেন। এছাড়া বার্ষিক ক্রয় পরিকল্পনা অনুযায়ী দরপত্র প্রক্রিয়াকরণ দ্রুত এবং বাস্তব চাহিদা অনুযায়ী সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ চাহিদা প্রতিফলনের জন্য প্রকল্প পরিচালকদের নিদের্শনা দেন। সভায় জানানো হয় যে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি কাজের অগ্রগতি (এডিপি) বাস্তবায়নের হার আটান্ন শতাংশের বেশি। উল্লেখ্য গত আর্থিক বৎসরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি কাজের অগ্রগতি (এডিপি) বাস্তবায়নের হার প্রায় একশত ভাগ। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, মন্ত্রণালয়াধীন সংস্থাপ্রধানগণ এবং প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat