×
ব্রেকিং নিউজ :
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেল একসঙ্গে সর্বোচ্চ সংখ্যক পতাকা উড়ানো দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে সরকার: অর্থ উপদেষ্টা জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সংস্কার স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে: খসরু সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব বিএনপি নেতা ডাবলু ‘হত্যা’র ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল পার্বত্যবাসীদের জীবনমান উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ পার্বত্য উপদেষ্টার ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ছে সরকার : মিডা চেয়ারম্যান পে কমিশনের কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে: অর্থ উপদেষ্টা সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোক সংবিধান সংস্কারে গণভোট: স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ
  • প্রকাশিত : ২০১৯-০১-২৮
  • ৯২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডাক্তার, নার্স উপস্থিত না থাকলে সরকার দায়ীদের ছাড় দেবে না : স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:–স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, হাসপাতালে ডাক্তার, নার্সরা উপস্থিত না থাকলে সরকার দায়ীদের কোন ছাড় দেবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলা পর্যায়ে আবাসন ব্যবস্থা ও গাড়ি বরাদ্দসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি রোগির সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করতে তিন স্তরের মনিটরিং নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। রোগী হাসপাতালে গিয়ে ডাক্তার, নার্স পাবে না তা হতে পারে না। স্বাস্থ্যমন্ত্রী আজ সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে শিপআইচি মেডিকেল সার্ভিসেস লিমিটেড আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ‘বাংলাদেশের অসংক্রামক ব্যাধির বৃদ্ধি, প্রতিকার ও প্রতিরোধ এবং স্বাস্থ্য ক্ষেত্রে জাপান ও বাংলাদেশের সম্ভাব্য সহযোগিতা’ শিরোনামে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংস্থার নির্বাহী চেয়ারম্যান হিরোইউকি কোবায়াশির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, জাইকার প্রতিনিধি হিতোশি হিরাতা বক্তৃতা করেন। জাহিদ মালেক বলেন, চিকিৎসক, নার্সসহ কর্মচারীদের উপস্থিতি, যন্ত্রপাতির যথাযথ রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখতে মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং বিভাগীয় পর্যায়ে মনিটরিং সেল গঠন করা হচ্ছে। একটি মনিটরিং নেটওয়ার্কের মাধ্যমে এই সেলগুলো থেকে হাসপাতালগুলোতে প্রতিদিন কঠোর নজরদারি করা হবে। সংক্রামক ব্যাধিগুলোর ক্ষেত্রে বাংলাদেশে সফল উল্লেখ করে জাহিদ মালেক বলেন, দেশে অনেক আগে থেকেই সংক্রামক ব্যাধির প্রকোপ ছিল। এ ক্ষেত্রে আমরা সম্পূর্ণ সফলতা অর্জন করেছি। এখন আমাদের এই অসংক্রামক ব্যাধির মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিতে হবে এবং আমরা তা নিচ্ছি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের সর্ব প্রথমে অসংক্রামক ব্যাধি গুলো সম্পর্কে সচেতনতা অর্জন করতে হবে। সর্বোপরি আমাদের অসচেতন জীবনযাপনের ধারা পরিবর্তন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat