×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০১-২৯
  • ৩৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংস্কৃতি প্রতিমন্ত্রীর প্রত্নতত্ত্ব এবং আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর পরিদর্শন
নিউজ ডেস্ক:–  সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর পরিদর্শন করেছেন। প্রথমে প্রতিমন্ত্রী প্রত্নতত্ত্বঅধিদপ্তর পরিদর্শন করেন। সেখানে পৌঁছলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন তাকে স্বাগত জানান। এরপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সভাকক্ষে তাকে অধিদপ্তরের কর্মকান্ড সম্পর্কে অবহিত করা হয়। এসময় জানানো হয়, বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন দেশে সংরক্ষিত প্রত্নস্থল রয়েছে ৪৯৬টি এবং প্রত্নতত্বিক জাদুঘর রয়েছে ১৯টি। প্রতিমন্ত্রী প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেন এবং দেশের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত আরো নতুন-নতুন প্রত্নস্থল সংরক্ষণের আওতায় আনার নির্দেশ দেন।এছাড়া তিনি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেন। পরে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর পরিদর্শন করেন। সেখানে তিনি অধিদপ্তরের কার্যক্রম জোরদারকরণের নির্দেশ দেন। বিশেষ করে আরকাইভস ভবন নির্মাণ বেগবানকরণ এবং কোন মূল্যবান আরকাইভাল সামগ্রী যাতে বিনষ্ট না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat